১২৩২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেছেন, জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করিবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তার নিকট থাকিবে। সে দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করিবে যেন দশবার শহীদ হয়। কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে । [বোখারী পর্ব ৫৬ […]
জিহাদ ও আল্লাহ্র রাস্তায় বের হওয়ার ফাযীলাত।
১২২৯. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তাহাঁর রসূল গণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ্ তাআলা ঘোষণা দেন যে, আমি তাকে তার পুণ্য বা গনীমত [ও বাহন] সহ ঘরে ফিরিয়ে আনব […]
ক্বিয়ামাত পর্যন্ত ঘোড়ার কপালে মঙ্গল ।
১২২৬. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, ঘোড়ার কপালের কেশগুচ্ছে কল্যাণ আছে কিয়ামত অবধি । [বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৪৩ হাদীস নং ২৮৪৯; মুসলিম ৩৩/২৬ হাঃ ১৮৭১] ১২২৭. উরওয়াহ বারিকী [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেছেন, ঘোড়ার কপালের কেশ গুচ্ছে কল্যাণ রয়েছে কিয়ামত পর্যন্ত। […]
ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দান।
১২২৫. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] যুদ্ধের জন্যে তৈরি ঘোড়াকে হাফ্য়া [নামক স্থান] হইতে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর যে ঘোড়া যুদ্ধের জন্যে তৈরি নয়, সে ঘোড়াকে সানিয়া হইতে যুরাইক গোত্রের মাসজিদ পর্যন্ত দৌঁড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর এই প্রতিযোগিতায় আবদুল্লাহ ইবনি উমার [রাদি.]। অগ্রগামী […]
কাফিরদের ভূমিতে কুরআন মাজীদ নিয়ে সফর নিষিদ্ধ, যখন তাহাদের হস্তগত হওয়ার ভয় থাকে।
১২২৪. আবদুল্লাহ্ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করিতে নিষেধ করিয়াছেন । [বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১২৯ হাদীস নং ২৯৯০; মুসলিম ৩৩/২৪, হাঃ ১৮৬৯]
প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স।
১২২৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট তাকে [ইবনি উমরকে] পেশ করিলেন, তখন তিনি চৌদ্দ বছরের বালক। [ইবনি উমার বলেন] তখন তিনি আমাকে [যুদ্ধে গমনের] অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করিলেন এবং অনুমতি দিলেন। তখন আমি পনের বছরের যুবক। [বোখারী পর্ব ৫২ […]
সাধ্যানুযায়ী শোনা ও আনুগত্য করার উপর বাইআত।
১২২২. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর কাছে তাহাঁর কথা শোনা ও তাহাঁর আনুগত্যের বায়আত গ্রহণ করতাম, তখন তিনি আমাদের বলিতেনঃ যা তোমার সাধ্যের মধ্যে। [বোখারী পর্ব ৯৩ অধ্যায় ৪৩ হাদীস নং ৭২০২; মুসলিম ৩৩/২২, হাঃ ১৮৬৭]
মহিলাদের বাইআতের (ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বা খলিফার আনুগত্বের শপথ পাঠ বা আনুগত্যের চুক্তি বা আনুষ্ঠানিক আনুগত্য) পদ্ধতি।
১২২১. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, ঈমানদার মহিলারা যখন হিজরাত করে নাবী [সাঃআঃ]-এর কাছে আসত, তখন তিনি আল্লাহ্র নির্দেশ- “হে ঈমানদারগণ! কোন ঈমানদার মহিলা হিজরাত করে তোমাদের কাছে আসলে তোমরা তাহাদেরকে যাচাই কর”…… অনুসারে তাহাদেরকে যাচাই করিতেন। আয়েশা [রাযিঃ] বলেনঃ ঈমানদার মহিলাদের মধ্যে যারা [আয়াতে উল্লেখিত] শর্তাবলী মেনে নিত, […]
মাক্কাহ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও ভাল কাজ করার উপর বাইয়াত গ্রহণ এবং ফতহে মাক্কাহ্র পর আর কোন হিজরাত নেই- এর অর্থের বর্ণনা।
১২১৮. মুজাশি ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি আবু মাবাদ [রাদি.] [মুজালিদ] কে নিয়ে নাবী [সাঃআঃ]-এর নিকট গেলাম যেন তিনি তাহাঁর নিকট হইতে হিজরাতের জন্য বাইআত গ্রহণ করেন। তখন তিনি [সাঃআঃ] বলিলেন, হিজরাতকারীদের জন্য হিজরাত অতিক্রান্ত হয়ে গেছে। আমি তার নিকট হইতে ইসলাম ও জিহাদের জন্য বাইআত গ্রহণ […]
মুহাজিরীনদের তাহাদের পূর্বের বাসস্থানে বসতি স্থাপন হারাম।
১২১৭. সালামাহ ইবনিল আকওয়া [রাদি.] হইতে বর্ণিতঃ একবার হাজ্জাজ আমার কাছে আসলেন। তখন তিনি তাঁকে বলিলেন, হে ইবনি আক্ওয়া! আপনি সাবেক অবস্থায় প্রত্যাবর্তন করিলেন না কি যে বেদুঈন সুলভ জীবন যাপন করিতে শুরু করিয়াছেন? তিনি বলিলেন, না। বরং রাসূলুল্লাহ্ [সাঃআঃ] আমাকে বেদুঈন সুলভ জীবন যাপনের অনুমতি প্রদান করিয়াছেন । [বোখারী […]