বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য এবং দুরূদ ও সালাম আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ, তার সাথী ও তার সকল অনুসারীদের ওপর।
রিয়াযুস সালেহীন ওয়েব সাইট -এ আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ তা’আলা কাছে অশেষ শুক্রিয়া জানাই যে তিনি আপনাদের খেদমতে ইসলাম বিষয়ক, বাংলা হাদীস নির্ভর এ সাইট টি তৈরির সুযোগ করে দিয়েছেন। আশা করি এর আমল দ্বারা আমরা উপকৃত হব। বর্তমান সময়ে হাদিস নিয়ে বাংলায় ওয়েব সাইটের পরিমান খুব বশি নয়। যদিও ব্লগ ও pdf বই download সংখ্যা নেহাত কম নয়। কিন্তু মূলত ডেডিকেটেড হাদিস নিয়ে সুশৃঙ্খল সাইটের সংখ্যা হাতে গোনা। আমি আশা করব ভবির্ষতে আরও অনেকে এগিয়ে আসবেন। যত বেশি বেশি ইসলামের প্রচার ও প্রসার হবে তা আমাদের জন্য মঙ্গলকর। আল্লাহ বলেনঃ
“তোমরা সেই পথে দ্রুত বেগে এগিয়ে চলো, যা তোমাদের প্রভুর ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত জান্নাতের দিকে এগিয়ে গেছে এবং যা খোদাভীরু লোকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।”
(আলে-ইমরানঃ ১৩৩)
“তার কথার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি মুসলমান”
(সুরা হা’মীম সেজদাহ ৪১:৩৩)
আর হাদিস গুলো যে মুনি- মুক্তা তুল্য এবং তার সুফল ও তা আমরা তখনই বুঝতে পারবো, যখন আমারা তা বেশি বেশি চর্চা করব এবং জীবনে বাস্তবায়িত করব। আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল। (সহীহ বুখারী ৩৪৬১)
আমাদের ওয়েব সাইটরে নাম Riyad us Saliheen Bangla বা রিয়াযুস সালেহীন বাংলা (RiyadusSaliheenBD.Com) । নামকরন সম্পর্কে বলতে চাই এ সাইটি মূলত ইমান নববী (রহঃ) রিয়াযুস সালেহীন বই নির্ভর নয়। তবে মূলত হাদীস নির্ভর। আর এই ওয়েব সাইট এর মুল বৈশিষ্ট হল অনুসন্ধান। আপনার যা প্রয়োজন বা জানতে চান, সার্চ বক্সএ বাংলায় তাই লিখুন, স্বয়ংক্রিয় পরামর্শ হিসেবে সকল হাদিস গ্রন্থ (এ সাইটে অভায়লাবলে) হতে প্রয়োজনীয় হাদিস আপনাকে পরামর্শ বক্সএ দেখাবে। যাতে আলাদা আলাদা প্রত্যেক হাদিস গ্রন্থের বিষয়সুচি না খুঁজে, তুলনামূলক হাদিসটি জেনে আপনার আমল করা সহজ হয়। আর এ ওয়েব সাইটে আমরা চেষ্টা করেছি পুনঃ পুনঃ একই রকম হদিস বিষয় পরিহার বা অনুসংজগ করতে।সেক্ষেত্রে মূল গ্রন্থের কিছু কিছু বিষয় বা শিরোনাম নাও মিলতে পারে, যা কিনা করা হয়েছে ব্যবহারকারীর খুঁজে পাবার সুবিধার জন্য। সেক্ষেত্রে আমারা বিশেষ ভাবে অনুরধ করব আপনি মূল গ্রন্থটি ক্রয় করবেন (for the sake of Writer and publisher benefit) বা সংগ্রহে রাবেন রেফারেন্স হিসেবে।
রিয়াযুস সালেহীন অর্থ “ধার্মিকদের উদ্যান” সুতরাং আমারা মনে করি এই সাইটি হবে ধার্মিকদের জন্য উদ্যান স্বরূপ ইনশাআল্লাহ। শুরুতে সল্প পরিসরে আয়োজন হলেও আমাদের উদ্দেশ্য এগিয়ে চলা; আশা করি আপনারা পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। এবং আমাদের চেষ্টা থাকবে শুধুমাত্র কুরআন ও হাদিসের বিশুদ্ধ প্রচারে।
সাইটিতে একটি ফোরাম সংযুক্ত রয়েছে। আশা করব আপনারা এতেও অংশগ্রহন করবেন, প্রশ্ন পোষ্ট করবেন, উত্তর দিবেন, শেয়ার করবেন আপনাদের জানা অজানার বিষয়। এতে আমরা সকলেই উপকৃত হতে পারি।
সবশেষে সবার জন্য দোয়া রইল এবং দোয়া করবেন আমাদের সাইটের সংঙ্গে জরিত সকলের জন্য। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান।