আল-লুলু ওয়াল মারজান

আল-লু’লু’ ওয়াল মারজান শিরোনামে এই বইটির অর্থ  হীরা ও মুক্তো। এটি মুত্তাফাকুন আলাইহি’র বিষয় ভিত্তিক একটি সংকলন। যা বিভিন্ন মানের দিক দিয়ে সর্বাধিক উত্তম। আল্লামা ফুয়াদ আল বাকী (রহ) এই বইয়ের  হাদীসগুলো বেছে বেছে সংকলন করেছেন, যেসব হাদীস একই সাথে উভয় ইমাম, ইমাম বুখারী (রহ) ও ইমাম মুসলিম (রহ)  সহীহ বলে একমত পোষণ করেছেন এবং গুরুত্বপূর্ণ মনে করে স্বীয় হাদীস গ্রন্থে সংকলন করেছেন।  বইটি প্রতিটি মুসলিমের ব্যক্তিগত সংগ্রহের অংশ হওয়া উচিত। সংকলন: আল্লামা ফুয়াদ আল বাকী (রহ) প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স। please noted: Hadith data entry still on progress ...