পূর্ব পশ্চিমের বায়ু প্রসঙ্গে।

৫১৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ আমাকে পূবালী হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে। আর আদজাতিকে পশ্চিমা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। [বোখারী পর্ব ১৫ : /২৬ হাঃ ১০৩৫, মুসলিম ৯/৪, হাঃ ৯০০] পানি প্রার্থনার সলাত-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

ঝড়ো হাওয়া ও মেঘ দেখে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা ও বৃষ্টি দেখে আনন্দিত হওয়া।

৫১৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] যখন আকাশে মেঘ দেখিতেন, তখন একবার সামনে আগাতেন, আবার পেছনে সরে যেতেন। আবার কখনও ঘরে প্রবেশ করিতেন, আবার বেরিয়ে যেতেন আর তাহাঁর মুখমণ্ডল মলিন হয়ে যেত। পরে যখন আকাশ বৃষ্টি বর্ষণ করত তখন তাহাঁর এ অবস্থা দূর হত। আয়েশা [রাদি.]-এর কারণ […]

ইসতিস্কার সলাতে দুআ।

৫১৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় কোন এক জুমুআহর দিন নাবী [সাঃআঃ] খুত্‌বা দিচ্ছিলেন। তখন এক বেদুইন উঠে দাঁড়াল এবং আরয করিল, হে আল্লাহ্‌র রসূল ! [বৃষ্টির অভাবে] সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার পরিজনও অনাহারে রয়েছে। তাই আপনি […]

ইসতিস্কা সলাতে দুআর সময় হস্তদ্বয় উত্তোলন।

৫১৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] ইসতিস্কা ব্যতীত অন্য কোথাও দুআর মধ্যে হাত উঠাতেন না। তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে, তাহাঁর বগলের শুভ্রতা দেখা যেত। [বোখারী পর্ব ১৫ : /২২ হাঃ ১০৩১, মুসলিম ৯/১, হাঃ ৮৯৫] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

পানি প্রার্থনার সলাত

৫১৫. আবদুল্লাহ্ ইবনি যায়িদ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বৃষ্টির জন্য দুআ করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন। [বোখারী পর্ব ১৫ : /৪ হাঃ ১০১১, মুসলিম পর্ব ৯ হাঃ ৪৯৮] পানি প্রার্থনার সলাত-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

সূর্য গ্রহণের সলাতের জন্য আহ্বান হচ্ছেঃ আস্ সলাতু জামিআহ।

৫২৬. আবদুল্লাহ্ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সময় যখন সূর্যগ্রহণ হয় তখন আস্-সালাতু জামিআতুন বলে ঘোষণা দেয়া হয়। নাবী তখন এক রাকাআতে দুবার রুকূ করেন, অতঃপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাআতেও দুবার রুকূ করেন অতঃপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আয়িশাহ্ [রাদি.] বলেছেন, […]

সূর্য গ্রহণের সলাতে নাবী [স]-কে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে যা দেখানো হয়।

৫২৪. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ আমি আয়েশা [রাদি.]-র নিকট আসলাম, তিনি তখন সলাত রত ছিলেন। আমি বললাম, মানুষের কী হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করিলেন [সূর্য গ্রহণ লেগেছে]। তখন সকল লোক [সলাতুল কুসূফ এর জন্য] দাঁড়িয়ে রয়েছে। আয়িশা [রাদি.] বলিলেন, সুবহানাল্লাহ! আমি বললাম, এটা কি কোন নিদর্শন ? তিনি মাথা […]

সূর্য গ্রহণের সলাতে ক্ববরের আযাব হইতে আশ্রয় প্রার্থনার দুআ।

৫২২. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো। আল্লাহর রসূল [সাঃআঃ] [সালাতে] দাঁড়ালেন এবং দীর্ঘ সূরা পাঠ করিলেন, অতঃপর রুকূ করিলেন, আর তা দীর্ঘ করিলেন। অতঃপর রুকূ হইতে মাথা তুলেন এবং অন্য একটি সূরা পাঠ করিতে শুরু করিলেন। পরে রুকূ সমাপ্ত করে সাজদাহ্ করিলেন। দ্বিতীয় রাকাআতেও এরূপ করিলেন। […]

সূর্য গ্রহণের সলাত

৫২০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সময় একবার সূর্যগ্রহণ হল। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] লোকদের নিয়ে সলাত আদায় করেন। তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, অতঃপর দীর্ঘক্ষণ রুকূ করেন। অতঃপর পুনরায় [সালাতে] তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। অবশ্য তা প্রথম কিয়াম চেয়ে অল্পস্থায়ী ছিল। আবার […]

আল্লাহ তাআলার বাণীঃএ দুটি প্রতিদ্বন্দ্বী দল [বিশ্বাসী ও অবিশ্বাসীরা] তাহাদের প্রভুর ব্যাপারে পরস্পর বিবাদে লিপ্ত হয়। [সূরা হাজ্জ ২২/১৯]

১৯০৬. কায়স [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ তিনি বলেছেন, আমি আবু যার [রাদি.]-কে কসম করে বলিতে শুনিয়াছি যে, “এরা দুটি বিবদমান পক্ষ তারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে” আয়াতটি বাদরের দিন পরস্পর যুদ্ধে লিপ্ত হামযাহ, আলী, উবাইদা ইবনিল হারিস, রাবীআর দু পুত্র উতবাহ ও শায়বাহ এবং ওয়ালীদ ইবনি উতবাহর সম্বন্ধে অবতীর্ণ […]