ইমাম আন-নববীর চল্লিশ হাদীস
চল্লিশ হাদীস বা আরবাইনিয়াত (আরবি: لأربعينات) হল হাদীস সাহিত্যের একটি উপশ্রেণী। নামানুসারে, এগুলো হলো এক বা একাধিক বিষয়ের উপর নির্ভর করে সংকলনকারীর প্রয়োজন অনুসারে বাছাইকৃত চল্লিশটি হাদীসের সমাহার। চল্লিশ হাদীস সংকলনসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইমাম আন-নববীর (রহঃ) চল্লিশ হাদীস সংকলন যেটি ইসলামের মৌলিক ও আদর্শিক চল্লিশটি অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হাদীসের সমন্বয়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে । এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। যাকে 'আলেমগণ ইসলামের কেন্দ্রবিন্দু', বা'ইসলামের অর্ধেক' বা 'ইসলামের এক তৃতীয়াংশ' বলে বর্ণনা করেছেন। আখেরাতের ব্যাপারে যারা আগ্রহী তাদের এসব হাদীস জানা প্রয়োজন। কারণ এতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আলোচিত হয়েছে এবং এতে আনুগত্যের সমস্ত রূপ আলোচিত হয়েছে। চিন্তাশীল লোকদের জন্য এটা খুবই স্পষ্ট কথা।