দ্বিতীয় খন্ড

জনসাধারণের সাথে মেলামেশা করা, কল্যাণমূলক সভা-সমিতি, সংগঠন ও যিকরের মজলিসে তাদের সাথে উপস্থিত হওয়া, রোগী দেখা, জানাযায় অংশগ্রহণ করা, অভাবীর সাহায্যে এগিয়ে আসা, অজ্ঞদের সঠিক পথে নির্দেশনাদানে সহায়তা করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখা, অন্যকে কষ্ট না দেয়া এবং কষ্ট পেয়েও ধৈর্যধারণ করা ইত্যাদি কল্যাণমূলক কাজে সহযোগিতা করা সংক্রান্ত ফয়িলতসমূহের বর্ণনা

  • 0
  • 1210