রোগীর ঘরের লোকজনদের কাছে তার অবস্থা জিজ্ঞাস করা
৯১১. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা)-যে রোগে ইন্তেকাল করেছিলেন, সে রোগের সময় একদিন আলী (রা) তাঁর কাছে থেকে বের হলেন। তখন লোকেরা জিজ্ঞাসা করলেনঃ হে আবুল হাসান! রাসূলুল্লাহ (সা)-এর অবস্থা কেমন? জবাব দিলেনঃ আলহামদুলিল্লাহ, তাঁর অবস্থা ভালো। (বুখারী)