আল-লুলু ওয়াল মারজান
আল-লু’লু’ ওয়াল মারজান শিরোনামে এই বইটির অর্থ হীরা ও মুক্তো। এটি মুত্তাফাকুন আলাইহি’র বিষয় ভিত্তিক একটি সংকলন। যা বিভিন্ন মানের দিক দিয়ে সর্বাধিক উত্তম। আল্লামা ফুয়াদ আল বাকী (রহ) এই বইয়ের হাদীসগুলো বেছে বেছে সংকলন করেছেন, যেসব হাদীস একই সাথে উভয় ইমাম, ইমাম বুখারী (রহ) ও ইমাম মুসলিম (রহ) সহীহ বলে একমত পোষণ করেছেন এবং গুরুত্বপূর্ণ মনে করে স্বীয় হাদীস গ্রন্থে সংকলন করেছেন। বইটি প্রতিটি মুসলিমের ব্যক্তিগত সংগ্রহের অংশ হওয়া উচিত। সংকলন: আল্লামা ফুয়াদ আল বাকী (রহ) প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স।
-
বিষয়সূচী
- ঈমান
- পবিত্রতা
- হায়িয (রক্তস্রাব)
- সালাত
- মাসজিদ ও সলাতের স্থানসমূহের বর্ণনা
- মুসাফির ব্যক্তির নামাজ ও তা ক্বসর করার বর্ণনা
- জুমু‘আহ্র বর্ণনা
- ঈদাইন বা দুই ঈদের সলাত
- পানি প্রার্থনার সলাত
- সূর্য গ্রহণের সলাত
- জানাযা
- যাকাত
- সাওম বা রোজা
- ইতিকাফ
- হাজ্জ
- সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি
- নিকাহ (বিবাহ বা বিয়ে শাদী)
- সদাচরণ, আত্মীয়তার সম্পক ও শিষ্টাচার, অধ্যায়
- ফাযায়েল
- স্বপ্ন
- কবিতা
- সালাম
- আচার-ব্যবহার
- পোষাক ও অলঙ্কার
- পানীয় (মাদকদ্রব্য)
- কুরবানী
- যিকর আযকার, দুআ, তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা
- তাওবাহ (ক্ষমা প্রার্থনা)
- মুনাফিক ও তাদের হুকুম
- জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা
- ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ
- সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা
- তাফসীর
- সহাবাগণের মর্যাদা
- ইলম (জ্ঞান ও শিক্ষা) অধ্যায়
- ক্বাদর বা ভাগ্য
- শিকার, যবহ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়
- ইমারাত বা নেতৃত্ব
- জিহাদ
- কুড়িয়ে পাওয়া বস্তু
- বিচার-ফায়সালা
- হুদূদ (চুরির হাদ ও তার নিসাব)
- কসম
- নাযর
- তালাক (বিবাহ বিচ্ছেদ)
- অসীয়াত
- দুগ্ধপান
- লি'আন (স্বামী,স্ত্রী একে অপরের উপর অভিসম্পাত)
- ইতক (মুক্তি)
- ক্রয়-বিক্রয়
- পানি সিঞ্জন
- ফারায়েজ (উত্তরাধিকার)
- হেবা (সম্পত্তি দান)