মৃতের পক্ষ থেকে সাদাকা প্রদান ও তার জন্য দু’আ করা

আল্লাহ তায়ালা বলেছেনঃ

“আর যারা তাদের পরে এসেছে, তারা বলেঃ হে আমাদের রব! আমাদের ক্ষমা করে দাও আর আমাদের ভাইদেরকেও যারা আমাদের আগে ঈমান এনেছে।” (সূরা আল হাশরঃ ১০)

 

৯৪৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী করীম (সা) কে বলল, “আমার আম্মা হঠাৎ ইন্তিকাল করেছেন। আর আমার মনে হচ্ছে, তিনি যদি কথা বলতে পারতেন তবে দান করতেন। এ অবস্থায় আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে তিনি কি সওয়াব পাবেন?” তিনি জবাব দিলেনঃ ‘হ্যাঁ’।  (বুখারী ও মুসলিম)


৯৫০. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলু্‌ল্লাহ (সা) বলেছেন। মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল তখনো জারী থাকে। সে তিনটি হচ্ছেঃ সাদাকায়ে জারীয়া, এমন ইলম যা থেকে লাভবান হওয়া যায়, অথবা এমন সুসন্তান যে তার জন্য দু’আ করে। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles