অত্যাচারীদের কবরের কাছ দিয়ে যাওয়ার সময় ভীত হওয়া ও কান্নাকাটি করা এবং মহান আল্লাহ্‌র সামনে দ্বীনতা প্রকাশ করা ও এ সব ব্যাপারে গাফিল থাকার বিরুদ্ধে সতর্কতা

যালিমের কবরের কাছ দিয়ে যাওয়ার সময় ভীত হওয়া ও কান্নাকাটি করা এবং মহান আল্লাহর সামনে দীনতা প্রকাশ করা ও এসব ব্যাপারে গাফিল থাকার বিরুদ্ধে হুঁশিয়ারী

৯৫৬. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা) যখন সামূদ জাতির এলাকায় হিজর নামক স্থানে পৌঁছলেন, তখন তাঁর সাহাবীগণকে বললেনঃ “তোমরা ঐ আযাবপ্রাপ্ত লোকদের কাছে যেও না। তবে হ্যাঁ, কান্নাকাটি করতে করতে যেত পার। যদি তোমরা কান্নাকাটি করতে না পার তাহলে তাদের ওখানে প্রবেশ করো না। কারণ এ অবস্থায় তাদের ওপর যে আযাব এসেছিল তা তোমাদের ওপরও আপতিত হতে পারে।’ (বুখারী ও মুসলিম)

আর অন্য এক বর্ণনায় আছে, বর্ণনাকারী বলেনঃ রাসূলুল্লাহ (সা) যখন হিজর নামক স্থানটি অতিক্রম করছিলেন, তখন বললেনঃ “যে সব লোকেরা নিজেদের ওপর যুলুম করেছে তাদের আবাসে প্রবেশ করো না। এভাবে তাদের ওপর যা আপতিত হয়েছিল তা তোমাদের ওপরও আপতিত হতে পারে। তবে হ্যাঁ কান্নারত অবস্থায় তোমরা সে স্থানটি অতিক্রম করতে পার।” তারপর তিনি নিজের মাথা ঢেকে নিলেন এবং সাওয়ারী দ্রুত চালিয়ে উপত্যকাটি অতিক্রম করলেন।


 

Was this article helpful?

Related Articles