সালামের শিষ্টাচারের বর্ণনা

সালামের নিয়ম-পদ্ধতি

৮৫৭. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আরোহণকারী ব্যক্তি পথচারীকে সালাম করবে, পথচারী সালাম করবে বসা ব্যক্তিকে এবং কম সংখ্যক লোকেরা সালাম করবে বেশি সংখ্যক লোককে।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি উদ্ধৃত করেছেন। আর ইমাম বুখারীর এক বর্ণনায় আছেঃ ‘ছোট সালাম করবে বড়কে’।


৮৫৮. আবু উমামা সুদাই ইবনে আজলান আল-বাহিলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ লোকদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যে আগে সালাম করে।

ইমাম আবু দাঊদ উৎকৃষ্ট সনদ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী আবু উমামা (রা) থেকে বর্ণনা করেছেনঃ বলা হল, হে আল্লাহর রাসূল! দু’জন লোক পরস্পর সাক্ষাত করলো। তাদের মধ্যে কে প্রথমে সাল্লাম করবে? তিনি বলেনঃ তাদের মধ্যে যে আল্লাহর বেশি নিকটবর্তী সে (প্রথমে সালাম করবে)।

ইমাম তিরমিযী এটিকে হাসান হাদীস বলেছেন।


 

Was this article helpful?

Related Articles