কোন মজলিস থেকে দাঁড়িয়ে সাথীদের থেকে বিদায় নেয়ার সময় সালাম করা সংক্রান্ত হওয়ার বর্ণনা

বিদায়ের সময় সালাম করা মুস্তাহাব

৮৬৯. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ কোন মজলিসে আসলে তার সালাম করা উচিত। তারপর যখন সে মজলিস থেকে উঠে যেতে চাইবে তখনও তার সালাম করা উচিত। কারণ তার প্রথম সালামটির তুলনায় দ্বিতীয় ও শেষ সালামটি কম মর্যাদার নয়।

ইমাম আবু দাঊদ ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী এটিকে হাসান হাদীস বলেছেন।


 

Was this article helpful?

Related Articles