জানাযার সালাতে মুসল্লী বেশি হওয়া এবং মুসল্লীদের তিন বা তিনের অধিক কাতার করা মুস্তাহাব

জানাযার সালাতে মুসল্লী বেশি হওয়া এবং মুসল্লীদের তিন বা তিনের অধিক কাতার করা মুস্তাহাব

৯৩৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ কোন মৃতের জানাযার নামাযে মুসলমানদের একশ’ জনের একটি দল শরীক হয়ে তারা সবাই তার জন্য শাফাআত করলে তাদের শাফাআত অবশ্যই কবুল করা হয়।   (মুসলিম)


৯৩৪. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ এমন চল্লিশ জন লোক কোন মুসলমান মৃতের জানাযার নামায যদি পড়ে, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সে মৃতের পক্ষে আল্লাহ তাদের শাফা’আত কবুল করেন। (মুসলিম)


৯৩৫. হযরত মারসাদ ইবনে আবদুল্লাহ ইয়াযানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মালিক ইবন হুরাইরা (রা) যখন কারো জানাযার নামায পড়তেন এবং জানাযার লোকের সংখ্যা কম মনে করতেন তখন লোকদেরকে তিন সারিতে ভাগ করাতেন। তারপর বলতেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তির জানাযার নামায তিন সারি লোক পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (আবু দাউদ ও তিরমিযী ) ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।


 

Was this article helpful?

Related Articles