জানাযার নামায পড়া, জানাযার সাথে যাওয়া ও লাশ দাফনের সময় উপস্থিত থাকা জানাযার সাথে মেয়েদের যাওয়া অপছন্দনীয়
৯৩০. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “যে ব্যক্তি কোন জানাযায় হাযির হলো এমনাকি তার ওপর নামাযও পড়ল, সে এক কিরাত সওয়াব লাভ করলো আর যে ব্যক্তি জানাযায় হাযির হলো, এমনকি তাকে দাফনও করলো সে দু’কিরাত সওয়াব পেল।” বলা হলঃ দু’ কিরাত কি? জবাবে বললেনঃ দু’টি বড় বড় পাহাড়ের সমান। (বুখারী ও তিরমিযী )
৯৩১. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় কোন মুসলমানের জানাযার পেছনে গেল এবং তার সাথে রইলো, এমনকি তার ওপর জানাযার নামায পড়বে তার দাফন কাজ শেষ করবে, সে দু’ কিরাত সাওয়াব নিয়ে ফিরবে। প্রত্যেকটি কিরাত হবে একটি পাহাড়ের সমান। আর যে ব্যক্তি মৃতের জানাযা পড়ে তাকে দাফন করার আগে ফিরে আসবে, সে এক কিরাত সওয়াব নিয়ে ফিরবে। (বুখারী)
৯৩২. হযরত উম্মে আতীয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের জানাযার পেছনে চলতে নিষেধ করা হয়েছে কিন্তু এ ব্যাপারে আমাদের ওপর কড়াকড়ি করা হয়নি। (বুখারী ও মুসলিম)