কবর বা সমাধির কাছে দাঁড়িয়ে ওয়াজ-নসিহত করা

কবরের কাছে দাঁড়িয়ে ওয়াজ নসিহত করা

৯৪৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা এক জানাযায় বাকীউল গারকাদে নামক কবরস্থানে ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (সা) আমাদের নিকট এসে বসে পড়লেন। আমরাও তাঁর চারপাশে বসে পড়লাম। তাঁর হাতে ছিল একটি মাথা বাঁকা ছড়ি। তিনি মাথা ঝুঁকালেন এবং ছড়ির অগ্রভাগ দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। তারপর বললেনঃ “তোমাদের মধ্যে এমন কেউ নেই যার স্থান জাহান্নামে বা জান্নাতে লিখে দেয়া হয়নি।” লোকেরা বললোঃ ইয়া রাসূলুল্লাহ! তাহলে আমরা আমাদের লিখিত বিষয়ের ওপর নির্ভরশীল হবনা? তিনি জবাব দিলেনঃ “কাজ করতে থাক। কারণ প্রত্যেকের জন্য সেটি সহজ করে দেয়া হয়েছে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।’’ তারপর পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles