৯১৫. হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী করীম (সা)-এর নিকট গেলাম। তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তাঁর গায়ে হাত রেখে বললামঃ আপনার তো ভীষণ জ্বর। তিনি বললেনঃ হ্যাঁ, ঠিক, আমার জ্বর এত বেশি যেমন তোমাদের দু’জন লোকের হয়ে থাকে। (বুখারী ও মুসলিম)
৯১৬. হযরত সা’দ ইবনে আবু ওয়াককাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কঠিন ব্যাথায় ভুগছিলাম। রাসূলুল্লাহ (সা) আমাকে দেখতে এলেন। আমি বললামঃ আমার যা (কষ্ট) হচ্ছে আপনি তা দেখছেন। আমি সম্পদশালী। আমার একটি মেয়ে ব্যতীত আর কোন ওয়ারিস নেই। এরপর অবশিষ্ট হাদীস বর্ণনা করেন। (বুখারী ও মুসলিম)
৯১৭. হযরত কাসেম ইবনে মুহাম্মাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আয়েশা (রা) বলেনঃ ‘হায় আমার মাথার ব্যাথা।’ নবী করীম (সা) বললেনঃ বরং বলো, আমি বলছি, হায়, আমার মাথার ব্যথা! এরপর পুরো হাদীসটি বর্ণনা করেন। (বুখারী )