১১৪২. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] নাজদের দিকে একটি সেনাদল পাঠালেন, যাদের মধ্যে আবদুল্লাহ ইবনি উমার [রাদি.]-ও ছিলেন। এ যুদ্ধে গনীমত হিসেবে তাঁরা বহু উট লাভ করেন। তাঁদের প্রত্যেকের ভাগে এগারোটি কিংবা বারটি করে উট পড়েছিল এবং তাঁদেরকে পুরস্কার হিসেবে আরো একটি করে উট দেয়া হয়। […]
বিশেষভাবে এ উম্মাতের জন্য গানীমাতের মাল হালাল।
১১৪১.আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেন, কোন একজন নাবী [আলাইহি ওয়া সাল্লাম] জিহাদ করেছিলেন। তিনি তাহাঁর সম্প্রদায়কে বলিলেন, এমন কোন ব্যক্তি আমার অনুসরণ করিবে না, যে কোন মহিলাকে বিবাহ করেছে এবং তার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে রাখে, কিন্তু সে এখনো মিলিত হয়নি। এমন ব্যক্তিও না যে […]
কাফিরদের বৃক্ষ কর্তন ও জ্বালিয়ে দেয়া জায়িয।
১১৪০. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বুওয়াইরাই নামক জায়গায় বনু নাযীর গোত্রের যে খেজুর গাছ ছিল তার কিছু জ্বালিয়ে দিয়েছিলেন এবং কিছু কেটে ফেলেছিলেন। এ সম্পর্কে অবতীর্ণ হয়ঃ مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبإِذْنِ اللهِ “তোমরা যে খেজুর গাছগুলি কেটে ফেলেছ অথবা […]
নৈশ আক্রমণে অনিচ্ছায় নারী ও শিশুদের হত্যা জায়িয।
১১৩৯. সাব ইবনি জাস্সামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] আবওয়া অথবা ওয়াদ্দান নামক স্থানে আমার কাছ দিয়ে অতিক্রম করেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হল, যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যদি রাত্রিকালীন আক্রমণে তাহাদের মহিলা ও শিশুরা নিহত হয়, তবে কী হইবে? আল্লাহর রসূল [সাঃআঃ] বলেন, তারাও তাহাদেরই […]
যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা হারাম।
১১৩৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ]-এর এক যুদ্ধে এক নারীকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] নারী ও শিশুদের হত্যায় অসন্তোষ প্রকাশ করেন। বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৪৭ হাদীস নং ৩০১৪; মুসলিম ৩২/৮ হাঃ ১৭৪৪
শত্রুর সম্মুখীন হওয়ার ইচ্ছে করা অপছন্দনীয় এবং মোকাবেলার সময় ধৈর্য ধারণের নির্দেশ।
১১৩৬. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেন, তোমরা শত্রুর মুখোমুখী হওয়ার ব্যাপারে ইচ্ছে পোষণ করিবে না। আর যখন তোমরা তাহাদের মুখোমুখী হইবে তখন ধৈর্য অবলম্বন করিবে। বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৫৬ হাদীস নং ৩০২৬; মুসলিম ৩২/৬ হাঃ ১৭৪১ ১১৩৭. আবদুল্লাহ্ ইবনি আবু আওফাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি হারুরিয়ার […]
যুদ্ধে (শত্রুপক্ষকে) ধোঁকা দেয়া জায়িয।
১১৩৪. জাবির ইবনি আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেন, যুদ্ধ হচ্ছে কৌশল। বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৫৭ হাদীস নং ৩০৩০; মুসলিম ৩২/৫ হাঃ ১৭৩৯ ১১৩৫. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] যুদ্ধকে কৌশল নামে অভিহিত করিয়াছেন। বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৫৭ হাদীস নং ৩০২৯; […]
বিশ্বাসঘাতকতা হারাম।
১১৩২.ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ প্রতিজ্ঞা ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাত দিবসে একটা পতাকা স্থাপন করা হইবে। আর বলা হইবে যে, এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন। বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৯৯ হাদীস নং ৬১৭৮; মুসলিম ৩২/৪, হাঃ ১৭৬৫ ১১৩৩. আবদুল্লাহ ইবনি মাসউদ হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, […]
সহজ আচরণের নির্দেশ ও অনীহা সৃষ্টি নিষিদ্ধ।
১১৩০. আবু বুরদাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, তার দাদা আবু মূসা ও মুআয [রাদি.]-কে নাবী [সাঃআঃ] [শাসক হিসেবে] ইয়ামানে পাঠালেন। এ সময় তিনি বলিলেন, তোমরা লোকজনের সঙ্গে সহজ আচরণ করিবে। কখনো কঠিন আচরণ করিবে না। মানুষের মনে সুসংবাদের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করিবে। কখনো তাহাদের মনে অনীহা সৃষ্টি করিবে না […]
কাফিরদেরকে ইসলামের দাওয়াত দেয়ার পর তাহাদেরকে আক্রমণের সংবাদ না দিয়ে আক্রমণ জায়িয।
১১২৯. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বানী মুস্তালিক গোত্রের উপর অতর্কিতভাবে অভিযান পরিচালনা করেন। তাহাদের গবাদি পশুকে তখন পানি পান করানো হচ্ছিল। তিনি তাহাদের যুদ্ধক্ষমদের হত্যা এবং নাবালকদের বন্দী করেন এবং সেদিনই তিনি জুওয়ায়রিয়া [উম্মুল মুমিনীন]-কে লাভ করেন। {নাফি [রহমাতুল্লাহি আলাইহি] বলেন} আবদুল্লাহ ইবনি উমার আমাকে এ […]