বেতাকার হাদীস ও লা-ইলাহা ইল্লাল্লাহ-এর ফযীলত

১৫. আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 15- «إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلاًّ، كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ. […]

আহলে তাওহীদকে জাহান্নাম থেকে বের করা

১৪. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 14- «يدخل أهل الجنة الجنةَ وأهْلُ النَّارِ النارَ، ثم يقول الله تعالى: أَخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان، فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياَ -أو الحياة- فينبُتُون كما تنبت الحبةُ […]

তাওহীদের ফযীলত

১২. আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 12- «يقول الله عز وجل: من جاء بالحسنَةَ فَلَهُ عَشْرُ أمثالها وأزِيدُ، ومن جاء بالسَّيِّئة فَجَزاؤه سيئة مثْلها أو أغْفِرُ، ومن تقرَّب مني شبرًا تقربت منه ذراعًا, ومن تقرَّب مني ذراعًا تقربت منه باعًا، ومن أتاني يمشي أتيته […]

অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি পেয়েছি বলা কুফরি

১০. যায়েদ ইবন খালেদ আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 10- «صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية -على إثر سماء كانت من الليلة- فلما انصرف أقبل على الناس فقال: «هل تَدْرُون ماذا قال ربكم؟» قالوا: الله ورسوله أعلم، قال: «أصبح من عبادي مؤمن بي […]

শির্কের ভয়াবহতা ও দুনিয়া ভর স্বর্ণ দ্বারা কাফিরের মুক্তি কামনা

শির্কের ভয়াবহতা ৬. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 6- «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ، مَنْ عَمِلَ عَمَلاً أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَه». “আল্লাহ তা‘আলা বলেন: শরীকদের মধ্যে অংশীদারির অংশ (শির্ক) থেকে আমিই অধিক অমুখাপেক্ষী, যে কেউ এমন […]

যার নিয়ত নষ্ট তার জন্য জাহান্নাম

৫. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “নিশ্চয় সর্বপ্রথম ব্যক্তি কিয়ামতের দিন যার ওপর ফয়সালা করা হবে, সে ব্যক্তি যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে, অতঃপর তাকে তার (আল্লাহর) নি‘আমতরাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন: তুমি এতে কি […]

যিক্‌রের গুরুত্ব ও এ ব্যাপারে উৎসাহ প্রদান করা

যিকির আয্‌কার যিকিরের ফযীলত ও এ ব্যাপারে উদ্বুদ্ধ করা আল্লাহ তায়ালা বলেছেনঃ “আর আল্লাহর যিকির অনেক বড়।” (সূরা আনকাবুতঃ ৪৫) তিনি আরো বলেছেনঃ “তোমরা আমার স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব।” (সূরা বাকারাঃ ১৫২) তিনি আরো বলেছেনঃ “তোমাদের প্রভুকে স্মরণ কর মনের মধ্যে দিনতার সাথে ও ভীতি সহকারে এবং উচ্চ […]

জেহাদের গুরুত্ব

জিহাদ জিহাদের ফযীলত আল্লাহ তায়ালা বলেছেনঃ “আর মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ কর যেমন তারা তোমাদের সাথে যুদ্ধ করে সর্বাত্মকভাব। আর জেনে রাখ! আল্লাহ অবশ্যই মুত্তাকীদের সঙ্মে আছেন।” (সূরা তাওবাঃ ৩৬) তিনি আরো বলেছেনঃ “জিহাদ তোমাদের উপর ফরয করে দেয়া হয়েছে। অথচ তা তোমাদের কাছে কষ্টকর মনে হয়। হতে পারে তোমরা […]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ পড়ার ফযীলত

নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর দরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরূদ পড়ার ফযীলত আল্লাহ তায়ালা বলেছেনঃ “অবশ্যই আল্লাহ তাঁর নবীর উপর রহমত পাঠান ও তাঁর ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন। হে ঈমানদারগণ! তোমারাও তাঁর উপর দরূদ পড় এবং তাঁর প্রতি সালাম পাঠাও।” (সূরা আহযাবঃ ৫৭) ১৩৯৮. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস […]

হাম্‌দ ও কৃতজ্ঞতার গুরুত্ব

আল্লাহ্‌র প্রশংসা ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পর্ব হাম্‌দ ও শোকরের ফযীলত [Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]   ১৩৯৩. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। যে রাতে নবী করীম (সা)-এর মি’রাজ হয়, সে রাতে তাঁর নিকট দু’টি পেয়ালা আনা হলো। তার একটিতে মদ ও অন্যটিতে […]