বিছানা-পত্র, কাপড়-চোপড়, বালিশ, পাথর, ধাতু, মুদ্রা, কাগজী নোট ইত্যাদির উপর জীব-জন্তুর ছবি অংকন করা হারাম বা অনুরূপভাবে দেয়াল, ছাদ, পর্দার বস্ত্র, পাগড়ি, কাপড় ইত্যাদির উপর চিত্রাংকন করা নিষেধ এবং এসব হতে ছবি তুলে ফেলা বা মুছে ফেলার নির্দেশ

  • 0
  • 1429

সৃষ্টির নামে হলফ করা নিষেধ। কোন সৃষ্টিজীব বা বস্তুর নামে হলফ করা জায়েয নয়। যেমন, নবী-রাসূল, স্বর্গীয় দূত, কা’বা ঘর, আকাশ, পিতা, দাদা, জীবন, রুহ্, মাথা ইত্যাদির নাম করে কসম করা এবং অনুরূপ সুলতান বা সম্রাটের দান, অমুকের কবর, আমানত বা বিশ্বসত্মতার কসম করা। এসবের উল্লেখ করে কসম করা কঠোরভাবে নিষিদ্ধ

  • 0
  • 1655