মৃতের ঋণ অনতিবিলম্বে আদায় করা ও তার কাফন-দাফন দ্রুত সমাধা করা।

মৃতের ঋণ অনতিবিলম্বে আদায় করা ও তার কাফন-দাফন দ্রুত সমাধা করা, তবে আকস্মিক মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার

৯৪৪. হযরত আবু হুরাইরা (রা) নবী করীম (সা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ “ঋণের কারণে মু’মিনের আত্মা তার ঋণ আদায় না হওয়া পর্যন্ত ঝুলে থাকে (জান্নাতের প্রবেশ পথে)।” (তিরমিযী)


৯৪৫. হযরত হুসাইন ইবনে ওয়াহয়াহ (রা) বর্ণনা করেছেন, তালহা ইবনুল বারা (রা) ইবনে আযিব পীড়িত হয়ে পড়লে নবী করীম (সা) তাঁকে দেখতে যান। তিনি বললেনঃ তালহার মৃত্যুর সময় নিকটবর্র্তী হয়ে এসেছে, তোমরা আমাকে তাঁর মৃত্যুর সংবাদ জানাবে। আর তাঁর কাফন-দাফনের কাজ দ্রুত সম্পন্ন করবে। কারণ, মুসলমানের লাশ তার পরিবারবর্গের সামনে আটকে রাখা উচিত নয়। (আবু দাঊদ)


 

Was this article helpful?

Related Articles