মৃতের চোখ বন্ধ করার পর কি করবে
৯২০. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আবু সালামার (তাঁর স্বামীর) নিকট এলেন। তখন আবু সালামার চোখ নিথর হয়ে গিয়েছিল। তিনি তার চোখের পাতা বন্ধ করে দিলেন। তারপর বললেনঃ রুহ যখন কবজ হয়ে যায়, তার সাথে দৃষ্টি শক্তিও চলে যায়।’ আবু সালামার ঘরের লোকেরা চীৎকার করে কাঁদতে লাগলো। তিনি বললেনঃ নিজেদের জন্য কল্যাণ ব্যতীত আর কোন দু’আ করো না। কারণ তোমরা মুখ থেকে যা কিছু বের কর ফিরিশতাগণ তা শুনে ‘আমীন’ বলে। তারপর বলেনঃ ‘হে আল্লাহ! আবু সালামাকে মাগফিরাত দান করুন, যারা হিদায়াত লাভ করেছে তাদের মধ্যে তার দরজা বুলন্দ করুন এবং যারা রয়ে গেছে তাদের মধ্য থেকে তার জন্য প্রতিনিধি বানান। আমাদেরকেও তাকে ক্ষমা করে দাও আর তার কবরকে প্রশস্ত কর এবং তার জন্য তাকে আলোয় ভরে দাও।’ (মুসলিম)