অসুস্থ রোগীর ঘরের লোকদের ও তার সেবকদের সাথে কোমল ও সদয় আচরণ করার জন্য অসিয়ত করা মুস্তাহাব, অনুরূপভাবে কেসাস বা হদ্দের কারণে যার মৃত্যু নিকটবর্তী তার সাথে কোমল ও সদয় আচরণ করার অসিয়ত

৯১৪. হযরত ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত। জুহাইনীয়া গোত্রের একটি মহিলা নবী করীম (সা)-এর কাছে এলো। মহিলাটি যিনার কারণে গর্ভবতী হয়ে পড়েছিল। সে বললো, হে আল্লাহর রাসূল! আমি এমন কাজ করেছি যার ফলে আমার ‘হদ্দ’ (অপরাধের দণ্ড) জারী হতে পারে, কাজেই আমার ওপর ‘হদ্দ’ প্রতিষ্ঠা করুন। নবী করীম (সা) তার অভিভাবকে ডেকে এনে বললেনঃ এ মহিলার প্রতি ইহসান কর এবং তার সন্তান প্রসব করার পর তাকে আমার নিকট নিয়ে আসবে। সে ব্যক্তি তেমনটি করল। নবী করীম (সা) তার ওপর হদ্দ জারী করার নির্দেশ দিলেন। ফলে তাকে ‘রজম’ (পাথর মেরে হত্যা) করা হলো। তারপর তিনি তার জানাযার নামায পড়লেন। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles