নিজ শ্রমে উপার্জিত খাদ্য খাওয়া, ভিক্ষা করা থেকে বিরত থাকা এবং দানের প্রতি উৎসাহ সংক্রান্ত বর্ণনা
মহান আল্লাহ বলেনঃ
“অতএব নামায যখন সমাপ্ত হয়, তখন তোমরা যমীনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অন্বেষণ কর। “(সূরা আল-জুমু’আঃ ১০)
৫৩৯. আবু আবদুল্লাহ যুবাইর ইবনুল আওয়াম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ তার রশি নিয়ে পাহাড়ে চলে যাক, নিজের পিঠে করে কাঠের বোঝা বয়ে এনে বাজারে বিক্রয় করুক এবং তার চেহারাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করুক। এটা তার জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে ঘুরে বেড়ানোর চাইতে উত্তম এবং মানুষ তাকে ভিক্ষা দিতেও পারে বা নাও দিতে পারে। (বুখারী)
৫৪০. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কারোর পিঠে কাঠের বোঝা বহন করে এনে বিক্রয় করাটা কারো কাছে কিছু ভিক্ষা করার চাইতে উত্তম, সে তাকে দিতেও পারে বা নাও দিতে পারে। (বুখারী, মুসলিম)
৫৪১. আবু হুরাইরা হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেনঃ দাঊদ (আ) নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। (বুখারী)
৫৪২. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যাকরিয়া (আ) ছিলেন ছুতার। (মুসলিম)
৫৪৩. মিকদাদ ইবনে মা’দীকারিব (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ নিজ হাতে উপার্জন করে খাওয়ার চাইতে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাঊদ (আ) নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন।
ইমাম বুখারী এ হাদীসটি রিওয়ায়াত করেছেন।