শাসক ও বিচারকদেরকে ভাল সহযোগী নিয়োগ ও খারাপ সহযোগী থেকে দূরে থাকার প্রতি উদ্ভুদ্ধ করা
আল্লাহ তায়ালা বলেছেনঃ
“বন্ধুরা কিয়ামতের দিন পরস্পর শত্রু হয়ে যাবে; কিন্তু মুত্তাকীদের বেলায় এরুপ হবে না।” (সূরা যুখরাফঃ ৬৭)
৬৭৮. আবু সাঈদ ও আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আল্লাহ যে নবীকেই পাঠিয়েছেন এবং যে খলীফাই নিযুক্ত করেছেন, তার দুই সাথী থাকে, একজন তাকে ভালোর নির্দেশ দেয় এবং ভালোর প্রতি উদ্বুদ্ধ ও উৎসাহিত করে। পক্ষান্তরে আরেকজন তাকে মন্দের নির্দেশ দেয় এবং মন্দের প্রতি উৎসাহিত করে। গুনাহমুক্ত সেই ব্যক্তি যাকে আল্লাহ হেফাজত করেছেন। (বুখারী)
৬৭৯. আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আল্লাহ যখন কোন শাসকের কল্যাণ সাধনের ইচ্ছা করেন, তখন তার জন্য সত্যের মন্ত্রণাদানকারী নিযুক্ত করে দেন। শাসক কোন বিষয় ভুলে গেলে সে তাকে তা স্মরণ করিয়ে দেয় এবং তা তার স্মরণে থাকলে সে তাকে সাহায্য ও সহায়তা করে। আল্লাহ যদি কোন শাসকের ভালো ছাড়া অন্য কিছুর ইচ্ছা করেন, তাহলে তার জন্য একজন খারাপ মন্ত্রণাদানকারী নিযুক্ত করে দেন। শাসক কোন বিষয় ভুলে গেলে সে তাকে তা স্মরন করিয়ে দেয় না এবং তার স্মরন থাকলে সে তাকে কোনরূপ সাহায্য করে না। (আবু দাঊদ)