মুদাব্বার গোলাম বিক্রি করা।

১০৮৪. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ

আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বীর বানালো। ঐ গোলাম ব্যতীত তার আর কোন মাল ছিল না। খবরটি নাবী [সাঃআঃ]-এর কাছে পৌঁছল। তিনি বললেনঃ গোলামটিকে আমার নিকট হইতে কে ক্রয় করিবে? নুআয়ম ইবনি নাহ্‌হাম তাকে আটশ দিরহামের বিনিময়ে ক্রয় করে নিল

। [বোখারী পর্ব ৮৪ অধ্যায় ৭ হাদীস নং ৬৭১৬; মুসলিম ২৭/১৩, হাঃ ৯৯৭]

Was this article helpful?

Related Articles