সফর থেকে ফিরে নিজের শহর দেখার পর যে দু’আ বলতে হয়
৯৮৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী করীম (সা)-এর সাথে কোন এক সফর থেকে ফিরে এলাম। এমনকি আমরা যখন মদিনা স্পষ্ট দেখা যায় স্থানে পৌঁছলাম, তখন তিনি বললেনঃ “আ-য়িবুনা তা-য়িবুনা আ-বিদুনা লিরাব্বিনা হা-মিদুন” (আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী, আমরা তাওবাকারী, আমরা ইবাদতকারী, আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী।”) আমরা মদিনায় প্রবেশ করা পর্যন্ত তিনি এ দু’আটি বারবার পড়তে থাকলেন। (মুসলিম)