নারীদের একাকী ভ্রমণ করা হারাম

মেয়েদের একাকী সফর করা হারাম

৯৯০. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেনঃ যে মহিলা আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান এনেছে তার জন্য মাহরাম পুরুষ সাথী ব্যতীত একদিন এক রাতের দূরত্বের সফর করা জায়েয নয়।   (বুখারী ও মুসলিম)


৯৯১. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি নবী করীম (সা) কে বলতে শুনেছেনঃ কোন মাহরাম পুরুষ সাথী ব্যতীত কোন ব্যক্তি কখনো কোন মহিলার সাথে একান্তে সাক্ষাত করবে না। আর কোন মহিলা নিজের সাথে মাহরাম পুরুষ সাথী ব্যতীত সফর করবে না। এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলুল্লাহ! আমার স্ত্রী তো হজ্জে যাচ্ছে, আর ওদিকে অমুক অমুক জিহাদে অংশগ্রহণ করার জন্য আমার নাম লেখা হয়ে গেছে? তিনি বললেনঃ “যাও, তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ কর।” (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles