ভ্রমণ হতে প্রত্যাবর্তনকারীর নিজের এলাকার মসজিদ হতে আবম্ভ করা এবং সেখানে দু’রাকা’আত নফল সালাত কায়েম করা মুস্তাহাব

সফর থেকে প্রত্যাবর্তন করার সময় প্রথমে মহল্লার মসজিদে প্রবেশ করে দু’রাকাত নফল নামায পড়া মুস্তাহাব

৯৮৯. হযরত কা’ব ইবন মালিক (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) যখন সফর থেকে ফিরে আসতেন, তখন প্রথমে মসজিদে আসতেন। সেখানে দু’রাকাআত নামায পড়তেন। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles