সফরে দু’আ করা মুস্তাহাব
৯৮১. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলু্ল্লাহ (সা) বলেছেনঃ তিনটি দু’আ কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। সেগুলো হচ্ছেঃ মযলুমের (অত্যাচারীতের) দু’আ, মুসাফিরের দু’আ এবং সন্তানের জন্য পিতার দু’আ। (আবূ দাঊদ ও তিরমিযী) ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান।