দুঃখ-কষ্ট সহ্য করার বর্ণনা

কষ্ট যাতনা সহ্য করা

[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]

৬৪৮. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার কিছু আত্মীয়-স্বজন রয়েছে, যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি, কিন্তু তারা আমার সাথে মন্দ ব্যবহার করে। আমি তাদের প্রতি সহনশীলতা দেখাই, কিন্তু তারা আমার সাথে অজ্ঞতাসুলভ আচরণ করে। রাসূলুল্লাহ (সা) বলেনঃ যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাক, তা হলে তুমি যেন তাদের মুখে গরম ছাই প্রবেশ করাচ্ছ। যতক্ষণ তুমি এ নীতির উপর অবিচল থাকবে, আল্লাহর পক্ষ থেকে এক সাহায্যকারী (ফেরেশতা) তাদের মোকাবেলায় তোমাকে সাহায্য করতে থাকবে।

ইমাম মুসলিম এ হাদীস উদ্ধৃত করেছেন। এ হাদীসের ব্যাখ্যা ইতিপূর্বে ‘আত্মীয়তার বন্ধন রক্ষা করা’ শীর্ষক অনুচ্ছেদে আলোচিত হয়েছে।

Was this article helpful?

Related Articles