দিনের বেলা নিজের পরিবারের নিকটে আসা মুস্তাহাব এবং দরকার ব্যতীত রাত্রে আসা অপছন্দনীয়

দিনের বেলা নিজের পরিবারের নিকটে আসা মুস্তাহাব এবং দরকার ব্যতীত রাত্রে আসা অপছন্দনীয়

৯৮৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “তোমাদের কেউ সফরে দীর্ঘদিন অতিবাহিত করার পর রাতে যেন পরিবারবর্গের নিকট ফিরে না আসে।”

অন্য বর্ণনায় আছেঃ রাসূলু্‌ল্লাহ (সা) রাতে পরিবারবর্গের নিকট (সফর থেকে) ফিরে আসতে নিষেধ করেছেন। (বুখারী ও মুসলিম)


৯৮৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) (সফর থেকে ফিরে) রাতে নিজের পরিবারবর্গের নিকট যেতেন না। বরং তিনি সকালে বা বিকালে তাদের নিকট আসতেন। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles