টয়লেটে প্রবেশ এবং বের হওয়া

১। বাম পায়ে প্রবেশ এবং ডান পায়ে বের হওয়া (নির্দিষ্ট দালীল নেই, সাধারণ দালীলের ভিত্তিতে)।
২। টয়লেটে প্রবেশ এবং বের হবার সময় দো’আ পাঠ করা-

অর্থঃ ‘হে আল্লাহ আমি খুবুথ এবং খাবায়েথ (পুরুষ এবং নারী শয়তান) থেকে আপনার নিকট আশ্রয় চাই।’৮

৩। বের হবার সময় দো’আ পাঠ করা-

غُفْرانكَ
অর্থঃ ‘আমি আপনার (আল্লাহর) কাছে ক্ষমা চাচ্ছি।’৯

 

 

 

 

 


৮ আল বুখারী হা/১৪২, মুসলিম হা/৩৭৫।
৯ আবু দাউদ হা/৩০ ।

Was this article helpful?

Related Articles