জুমুয়ার নামাযের সুন্নত

এ পরিচ্ছেদের ব্যাপারে ইতিপূর্বে ইবনে উমর (রা)-এর হাদীস বর্ণিত হয়েছেঃ তিনি রাসূলল্লাহ (সা) এর সাথে জুমুআর পর দু’রাকআত পড়েন। (বুখারী, মুসলিম)

১১২৭. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ যখন জুমু’আর সালাত আদায় করবে, তখন সে তারপরে চার রাকা’আত (সুন্নাত) সালাত অবশ্যই আদায় করবে।    (মুসলিম)


১১২৮. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বর্ণনা করেছেনঃ নবী করীম (সা) জুমু’আর পর (মসজিদে) ঘরে ফেরা পর্যন্ত আর কোন সালাত আদায় করতেন না। অতঃপর তিনি নিজের ঘরে এসে দু’ রাকা’আত (সুন্নাত) সালাত আদায় করতেন।   (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles