গৃহে প্রবেশ করার সময় সালাম করা মুস্তাহাব
আল্লাহ তায়ালা বলেছেনঃ
“যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করতে থাকো, নিজেদের লোকদের সালাম করো। কল্যাণের দু’আ যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে বড়ই বরকতময় ও পবিত্র।” (সূরা নূরঃ ৬১)
৮৬১. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে বলেছেনঃ হে বৎস! তুমি নিজের ঘরের লোকজনদের কাছে প্রবেশকালে তাদের সালাম কর। এ সালাম তোমার ও তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে।
ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং একে হাসান ও সহীহ বলেছেন।