কাফিরদের প্রথমে সালাম করা হারাম এবং তাদের সালামে উত্তর দান করার নিয়ম-পদ্ধতি কাফের-মুসলিম উভয় প্রকারের লোক থাকলে সালাম দেয়া মুস্তাহাব
৮৬৬. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেনঃ তোমরা ইয়াহুদী খৃস্টানদের আগে সালাম করো না। পথে তাদের কারো সাথে তোমাদের দেখা হলে তাকে সংকীর্ণ পথের দিকে (যেতে) বাধ্য কর। (মুসলিম)
৮৬৭. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ ইহুদী ও খৃস্টানরা তোমাদের সালাম করলে তাদের জবাবে তোমরা কেবল ওয়া আলাইকুম বল।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন।
৮৬৮. উসামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) একটি মজলিস অতিক্রম করেন, যেখানের মুসলিম, এবং মুশরিক ও ইহুদী সব ধরনের লোকের সমাবেশ ছিল। তিনি তাদেরকে সালাম করলেন। (বুখারী, মুসলিম)