অযু করার পর দুরাকাত নামায আদায় করা মুস্তাহাব

১১৪৭. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) হযরত বিলালকে বলেছেনঃ হে বিলাল! তুমি ইসলামের অবস্থায় বেশি আশাপ্রদ যে আমলটি করেছো সে সম্পর্কে আমাকে বল। কারণ জান্নাতে আমার আগে আগে আমি তোমার পাদুকার শব্দ শুনেছি। হযরত বিলাল (রা) বলেনঃ আমার কাছে এর চাইতে বেশি আশাপ্রদ আর কোন আমল নেই যে, যখনই আমি তাহারাত (ওযূ গোসল বা তায়াম্মুম) অর্জন করেছি, রাত-দিনের যে কোন অংশে তখনই সেই তাহারাতের সাহায্যে আমি নামায পড়েছি যে পরিমাণ আল্লাহ আমার জন্য নির্ধারিত রেখেছিলেন।    (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles