কাফিরের নাযর এবং সে ইসলাম গ্রহণ করার পর এ ব্যাপারে সে কী করিবে।

১০৭৫. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

উমার ইবনিল খাত্তাব [রাদি.] বলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! জাহিলী যুগে আমার উপর একদিনের ইতিকাফ [মানৎ] ছিল। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] তাঁকে তা পূরণ করার আদেশ করেন। নাফি [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, উমার হুনায়নের যুদ্ধবন্দীদের নিকট হইতে দুটি দাসী লাভ করেন। তখন তিনি তাহাদেরকে মাক্কায় একটি গৃহে রেখে দেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আল্লাহর রসূল [সাঃআঃ] হুনায়নের বন্দীদেরকে সৌজন্যমূলক মুক্ত করার আদেশ করিলেন। তারা মুক্ত হয়ে অলি-গলিতে ছুটতে লাগল। উমার [রাদি.] আবদুল্লাহ [রাদি.]-কে বলিলেন, দেখ তো ব্যাপার কী? তিনি বলিলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বন্দীদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। উমার বলিলেন, তবে তুমি গিয়ে সে দাসী দুজনকে মুক্ত করে দাও।

[বোখারী পর্ব ৫৭ অধ্যায় ১৯ হাদীস নং ৩১৪৪; মুসলিম ২৭/৭ হাঃ ১৬৫৬]

Was this article helpful?

Related Articles