বৃষ্টির কারণে আবাসস্থলে সলাত আদায় করা।

৪০৪. নাফি [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, ইবনি উমার [রাদি.] একদা তীব্র শীত ও বাতাসের রাতে সলাতের আযান দিলেন। অতঃপর ঘোষণা করিলেন, أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ প্রত্যেকেই নিজ নিজ আবাসস্থলে সলাত আদায় করে নাও, অতঃপর তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুআয্‌যিনকে এ কথা বলার […]

মিনায় সলাত ক্বসর করা।

৪০২. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ] আবু বাক্র এবং উমার [রাদি.]-এর সঙ্গে মিনায় দুরাকআত সলাত আদায় করেছি। উসমান [রাদি.]-এর সঙ্গেও তাহাঁর খিলাফতের প্রথম দিকে দুরাকআত আদায় করেছি। অতঃপর তিনি পূর্ণ সলাত আদায় করিতে লাগলেন। [বোখারী পর্ব ১৮ : /২ হাঃ ১০৮২, মুসলিম ৬/২ হাঃ […]

মুসাফির ব্যক্তির সলাত ও তা ক্বসর করা।

৩৯৮. উম্মুল মুমিনীন আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ আল্লাহ তাআলা মুকীম অবস্থায় ও সফরে দু রাকআত করে সলাত র্ফায করেছিলেন। পরে সফরের সলাত আগের মত রাখা হয় আর মুকীম অবস্থার সলাত বাড়িয়ে দেয়া হয়। [বোখারী পর্ব ৮ : /১ হাঃ ৩৫০, মুসলিম ৬/১, হাঃ ৬৮৫] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির […]

মুদাব্বার গোলাম বিক্রি করা।

১০৮৪. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বীর বানালো। ঐ গোলাম ব্যতীত তার আর কোন মাল ছিল না। খবরটি নাবী [সাঃআঃ]-এর কাছে পৌঁছল। তিনি বললেনঃ গোলামটিকে আমার নিকট হইতে কে ক্রয় করিবে? নুআয়ম ইবনি নাহ্‌হাম তাকে আটশ দিরহামের বিনিময়ে ক্রয় করে নিল । [বোখারী পর্ব ৮৪ […]

যৌথ মালিকানাভুক্ত গোলামকে যে স্বীয় অংশ হইতে মুক্ত করে দেয়।

১০৮২. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কোন ক্রীতদাস হইতে নিজের অংশ মুক্ত করে আর ক্রীতদাসের মূল্য পরিমাণ অর্থ তার কাছে থাকে, তবে তার উপর দায়িত্ব হইবে ক্রীতদাসের ন্যায্য মূল্য নির্ণয় করা। তারপর সে শরীকদেরকে তাহাদের প্রাপ্য অংশ পরিশোধ করিবে এবং ক্রীতদাসটি তার পক্ষ হইতে মুক্ত […]

গোলামের সওয়াব যখন সে মনিবের কল্যাণে ব্রতী হয় এবং আল্লাহ্‌র ইবাদাত উত্তমরূপে করে।

১০৭৯. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, ক্রীতদাস যদি তার মনিবের হিতাকাঙক্ষী হয় এবং তার প্রতিপালকের উত্তমরূপে ইবাদত করে, তাহলে তার সাওয়াব হইবে দ্বিগুণ। [বোখারী পর্ব ৪৯ অধ্যায় ১৬ হাদীস নং ২৫৪৬; মুসলিম ২৭/১১, হাঃ ১৬৬৪] ১০৮০. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, সৎ […]

দাসকে তা খাওয়ানো যা সে নিজে খায় এবং তা পরানো যা সে নিজে পরে এবং সাধ্যের অতিরিক্ত কাজ না দেয়া।

১০৭৭. মারূর [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ আমি একবার রাবাযা নামক স্থানে আবু যর [রাদি.]-এর সঙ্গে দেখা করলাম। তখন তাহাঁর পরনে ছিল এক জোড়া কাপড় [লুঙ্গি ও চাদর] আর তাহাঁর ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাঁকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেনঃ একবার আমি […]

ঐ ব্যক্তির [প্রতি] কঠোরতা যে তার দাসকে যিনার অপবাদ দিল।

১০৭৬. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি আবুল কাসিম [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি যে, কেউ আপন ক্রীতদাসের প্রতি অপবাদ আরোপ করিল, অথচ সে তা থেকে পবিত্র যা সে বলেছে, ক্বিয়ামাত দিবসে তাকে কশাঘাত করা হইবে। তবে যদি এমনই হয় যেমন সে বলেছে [সে ক্ষেত্রে কশাঘাত করা হইবে না]। [বোখারী […]

কাফিরের নাযর এবং সে ইসলাম গ্রহণ করার পর এ ব্যাপারে সে কী করিবে।

১০৭৫. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ উমার ইবনিল খাত্তাব [রাদি.] বলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! জাহিলী যুগে আমার উপর একদিনের ইতিকাফ [মানৎ] ছিল। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] তাঁকে তা পূরণ করার আদেশ করেন। নাফি [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, উমার হুনায়নের যুদ্ধবন্দীদের নিকট হইতে দুটি দাসী লাভ করেন। তখন তিনি তাহাদেরকে মাক্কায় […]

হারাম নয় এমন কোন বিষয়ে কোন ব্যক্তিকে কসম করিতে চাপ সৃষ্টি করা যার ফলে তার পরিবার কষ্টে পতিত হয়- এর নিষিদ্ধতা।

১০৭৪. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ্‌র কসম! তোমাদের মাঝে কেউ আপন পরিজনের ব্যাপারে শপথকারী হলে আল্লাহ্‌র নিকট সে গুনাহ্গার হইবে ঐ ব্যক্তির তুলনায়, যে কাফ্‌ফারা আদায় করে দেয় যা আল্লাহ্ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। [বোখারী পর্ব ৮৩ অধ্যায় ১ হাদীস নং ৬৬২৫; মুসলিম ২৭/৬, হাঃ ১৬৫৫]