সৃষ্টির নামে হলফ করা নিষেধ। কোন সৃষ্টিজীব বা বস্তুর নামে হলফ করা জায়েয নয়। যেমন, নবী-রাসূল, স্বর্গীয় দূত, কা’বা ঘর, আকাশ, পিতা, দাদা, জীবন, রুহ্, মাথা ইত্যাদির নাম করে কসম করা এবং অনুরূপ সুলতান বা সম্রাটের দান, অমুকের কবর, আমানত বা বিশ্বসত্মতার কসম করা। এসবের উল্লেখ করে কসম করা কঠোরভাবে নিষিদ্ধ 0 1640