তিন আংগুলে খাওয়া ও আঙ্গুল চেটে খাওয়া মুস্তাহাব, চেটে খাওয়ার আগে আঙ্গুল মুছে ফেলা মাকরূহ, আঙ্গুল দ্বারা খাবার পাএ চেটে খাওয়া ও পড়ে যাওয়া লোকমা উঠিয়ে নিয়ে খাওয়া মুস্তাহাব, আঙ্গুল চেটে খাওয়ার পর আঙ্গুল হাতের কব্জীতে অথাবা পায়ে মুছা জায়েয হওয়া সংক্রান্ত বর্ণনা 0 2049