কৃপণতা নিষিদ্ধ
[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]
৫৬৩. জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা যুলুম করা থেকে দূরে থাকো। কারণ যুলুম ও অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারে কারন হবে* এবং কৃপণতা থেকেও বেঁচে থাকো। কারণ কৃপণতা ও সংকীণতাই তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করেছে। এ কৃপণতাই তাদেরকে নিজেদের রক্তপাত করতে ও হারামকে হালাল করতে প্ররোচিত করেছিল। (মুসলিম)
* কৃপণতা এক প্রকার যুলুম। কারণ এটা পারস্পারিক বন্ধুত্ব ও আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করার কারণ হয়ে থাকে। এর দ্বারা শত্রুতারও বীজ উপ্ত হয়। ফলে অনেক শময় এটা রক্তপাতের কারণ হয়। শত্রুদের সম্পদ ও মেয়েদের হালাল গণ্য করা হয়। তাদের শ্লীলতাহানি করতে দ্বিধা করা হয় না। এক কথায়, যেহেতু এটি একটি নিকৃষ্ট দোষ, তাই এ কাজ থেকে দূরে থাকতে হবে।