জরুরী চাহিদা পরিপূর্ণ হবার পর ভ্রমণকারী অনতিবিলম্বে গৃহে ফেরা মুস্তাহাব

সফরের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলেই তাকে দ্রুত নিজের পরিবার-পরিজনদের কাছে ফিরে আসা মুস্তাহাব

৯৮৫. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “সফর হচ্ছে আযাবের (শাস্তির) একটি অংশ। সফর তোমাদের পানাহার ও নিদ্রায় ব্যাঘাত ঘটায়। কাজেই তোমাদের কারোর সফরের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলেই তাকে অনতিবিলম্বে নিজের পরিবার-পরিজনদের নিকট ফিরে আসা উচিত।”  (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles