বৃহস্পতিবার ও দিবসের প্রথম দিকে ভ্রমণে গমন করা মুস্তাহাব

সফরের আদব

বৃহস্পতিবার ও দিনের প্রথম দিকে সফরে রওয়ানা হওয়া মুস্তাহাব

৯৫৭. হযরত কা’ব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) বৃহস্পতিবার তাবুক যুদ্ধে রওয়ানা হয়েছিলেন। আর তিনি বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন। (বুখারী ও মুসলিম)

বুখারী ও মুসলিমের অন্য এক বর্ণনায় বলা হয়েছেঃ রাসূলুল্লাহ (সা) খুব কমই বৃহস্পতিবার দিন ব্যতীত অন্য দিন সফরে বের হতেন।


৯৫৮. সাহাবী হযরত সাখর ইবন ওয়াদাআহ আল-গামেদী (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “হে আল্লাহ! আমার উম্মাতকে দিনের প্রথমাংশে বরকত দান করুন।” আর তিনি যখনই কোন ছোট বা বড় সেনাদল প্রেরণ করতেন, তাদেরকে দিনের প্রথম ভাগে প্রেরণ করতেন। হযরত সাখর (রা) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় পণ্য দিনের প্রথম অংশে পাঠাতেন। ফলে তার ব্যবসা সমৃদ্ধ হয় এবং ধন-সম্পদ বৃদ্ধি পায়।  (আবু দাঊদ ও তিরমিযী) ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।


 

Was this article helpful?

Related Articles