দুনিয়ার পিছনে না পড়া

৪০. ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেনঃ

দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও।

ইবনে উমার (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলতেন, সন্ধ্যা বেলা যখন তোমার সাধ্য হবে, তখন সকালের অপেক্ষা করো না, আর সকাল আসলে সন্ধার অপেক্ষা করো না। অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্য অনুধাবন করো, আর মৃত্যুর জন্যে জীবিত অবস্থায় সংগ্রহ করে নাও।

[বুখারী]

 

পরবর্তী হাদীস ➡️

Was this article helpful?

Related Articles