স্বাগতম

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য এবং দুরূদ ও সালাম আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ, তার সাথী ও তার সকল অনুসারীদের ওপর।

আলহামদুলিল্লাহ। যাত্রা শুরু হল নতুন একটি হাদিস ও ইসলাম বিষয়ক বাংলা ওয়েব সাইটের। বর্তমান সময়ে হাদিস নিয়ে বাংলায় ওয়েব সাইটের পরিমান খুব বশি নয়। যদিও ব্লগ ও pdf বই download সংখ্যা নেহাত কম নয়। কিন্তু মূলত ডেডিকেটেড হাদিস নিয়ে সুশৃঙ্খল সাইটের সংখ্যা হাতে গোনা। আমি আশা করব ভবির্ষতে আরও অনেকে এগিয়ে আসবেন। যত বেশি বেশি ইসলামের প্রচার ও প্রসার হবে তা আমাদের জন্য মঙ্গলকর। আল্লাহ বলেনঃ “তোমরা সেই পথে দ্রুত বেগে এগিয়ে চলো, যা তোমাদের প্রভুর ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত জান্নাতের দিকে এগিয়ে গেছে এবং যা খোদাভীরু লোকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (আলে-ইমরানঃ ১৩৩)” আর হাদিস গুলো যে মুনি- মুক্তা তুল্য এবং তার সুফল ও তা আমরা তখনই বুঝতে পারবো, যখন আমারা তা বেশি বেশি চর্চা করব এবং জীবনে বাস্তবায়িত করব।

আমাদের ওয়েব সাইটরে নাম Riyad us Saliheen Bangla (RiyadusSaliheenBD.Com) বা রিয়াযুস সালেহীন বাংলা। নামকরন সম্পর্কে বলতে চাই এ সাইটি মূলত ইমান নববী (রহঃ) রিয়াযুস সালেহীন বই নির্ভর নয়। তবে মূলত হাদীস নির্ভর।  রিয়াযুস সালেহীন অর্থ “ধার্মিকদের উদ্যান” সুতরাং আমারা মনে করি এই সাইটি হবে ধার্মিকদের জন্য উদ্যান স্বরূপ ইনশাআল্লাহ। শুরুতে সল্প পরিসরে আয়োজন হলেও আমাদের উদ্দেশ্য এগিয়ে চলা; আশা করি আপনারা পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। এবং আমাদের চেষ্টা থাকবে শুধুমাত্র কুরআন ও হাদিসের বিশুদ্ধ প্রচারে।

সাইটিতে একটি ফোরাম সংযুক্ত রয়েছে। আশা করব আপনারা এতেও অংশগ্রহন করবেন, প্রশ্ন পোষ্ট করবেন, উত্তর দিবেন, শেয়ার করবেন আপনাদের জানা অজানার বিষয়। এতে আমরা সকলেই উপকৃত হতে পারি।

সবশেষে সবার জন্য দোয়া রইল এবং দোয়া করবেন আমাদের সাইটের সংঙ্গে জরিত সকলের জন্য। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান।