ভ্রমণ হতে ফিরে নিজের নগর অবলোকন করার পর দু’আ পাঠ করতে হবে

সফর থেকে ফিরে নিজের শহর দেখার পর যে দু’আ বলতে হয়

৯৮৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী করীম (সা)-এর সাথে কোন এক সফর থেকে ফিরে এলাম। এমনকি আমরা যখন মদিনা স্পষ্ট দেখা যায় স্থানে পৌঁছলাম, তখন তিনি বললেনঃ “আ-য়িবুনা তা-য়িবুনা আ-বিদুনা লিরাব্বিনা হা-মিদুন” (আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী, আমরা তাওবাকারী, আমরা ইবাদতকারী, আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী।”) আমরা মদিনায় প্রবেশ করা পর্যন্ত তিনি এ দু’আটি বারবার পড়তে থাকলেন। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles