হেলান দিয়ে খাওয়া মাকরূহ হওয়ার বর্ণনা

হেলান দিয়ে খাওয়া

৭৪৬. আবু জুহাইফা ওহাব ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “আমি হেলান দিয়ে আহার করি না।” (বুখারী খাদ্য সামগ্রী অধ্যায়)

খাত্তাবী (র) বলেন, এখানে হেলান দেয়া অর্থ হচ্ছে, কোন ব্যক্তি যে জিনিসের উপর বসা আছে তাতে হেলান দেয়া বা ঠেস্ দেয়া। তিনি বলেন, যে ব্যক্তি বেশি খাওয়ার ইচ্ছায় শয্যা বা বালিশে ঠেস দিয়ে বসে, তার মত ঐভাবে বসে খাওয়া থেকে নিষেধ করাই রাসূলুল্লাহ (সা)-এর উদ্দেশ্য, বরং তিনি দু’জানু হয়ে বসতেন ছড়িয়ে বসতেন না। অন্যরা বলেছেনঃ হেলান দেয়া বলতে এক পাশে ঝুকে খানা খাওয়াকে বুঝানো হয়েছে।


৭৪৭. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে এ অবস্থায় বসা দেখলাম যে, তাঁর উভয় হাঁটু খাড়া ছিল। তিনি তখন খেজুর খাচ্ছিলেন। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles