১০৪৮. নুমান বাশীর [রাদি.] হইতে বর্ণিতঃ
তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এলেন এবং বলিলেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করিলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ? তিনি বলিলেন, না; তিনি [সাঃআঃ] বলিলেন, তবে তুমি তা ফিরিয়ে নাও।
[বোখারী পর্ব ৫১: /১২, হাঃ ২৫৮৬; মুসলিম ২৪/৩, হাঃ ১৬২৩] হেবাদান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১০৪৯. আমির [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নুমান ইবনি বাশীর [রাদি.]-কে মিম্বরের উপর বলিতে শুনিয়াছি যে, আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন। তখন [আমার মাতা] আম্রা বিনতে রাওয়াহা [রাদি.] বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে সাক্ষী রাখা ব্যতীত সম্মত নই। তখন তিনি রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট আসলেন এবং বলিলেন, আমরা বিনতে রাওয়াহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি। হে আল্লাহ্র রসূল ! আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে। তিনি আমাকে জিজ্ঞেস করিলেন, তোমার সব ছেলেকেই কি এ রকম করেছ? তিনি বলিলেন, না। রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, তবে আল্লাহ্কে ভয় কর এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা কর। {নুমান [রাদি.]} বলেন, অতঃপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন।
[বোখারী পর্ব ৫১: /১৩, হাঃ ২৫৮৭; মুসলিম ২৪/৩, হাঃ ১৬২৩] হেবা দান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস