হিংসা-বিদ্বেষ নিষেধ সংক্রান্ত বর্ণনা

হিংসা করা হারাম 

‘হাসাদ’ শব্দের অর্থ হিংসা, অর্থাৎ কোন ব্যক্তিকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার ধ্বংস কামনা করা। তা দুনিয়ার নিয়ামত হতে পারে কিংবা দ্বীনের নিয়ামতও হতে পারে।

আল্লাহ তায়ালা বলেছেনঃ

“তবে কি তারা অন্যান্য লোকদের প্রতি শুধু এ জন্যই হিংসা পোষণ করে যে, আল্লাহ তাদেরকে বিশষ অনুগ্রহ দান করেছেন? যদি তাই হয় তবে তারা যেন জেনে রাখে, আমরা ইব্রাহীমের সন্তানদের কিতাব ও হিকমত দান করেছিলাম। আর তাকে বিরাট রাজ্য দিয়েছিলাম।” (সূরাঃ নিসা ৫৪)

 

১৫৭০. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। নবী করীম (স) ইরশাদ করেছেন, “তোমরা হিংসা হতে দূরে থেকো। কেননা হিংসা মানবের উত্তম গুণসমূহকে এমনিভাবে ধংস করে দেয়, যেমনিভাবে আগুন শুকনা কাঠ জ্বালিয়ে দেয়। অথবা তিনি (নবী করীম (স)) কাঠের বদলে শুকনো ঘাসের কথা বলেছিলেন।” (আবু দাঊদ)‎‏‎‎‎


 

Was this article helpful?

Related Articles