৭৭৩. বাক্র [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ
ইবনি উমার [রাদি.]-এর কাছে এ কথা উল্লেখ করা হল, আনাস [রাদি.] লোকদের কাছে বর্ণনা করিয়াছেন যে, নাবী [সাঃআঃ] হাজ্জ ও উমরার জন্য ইহ্রাম বেঁধেছিলেন। তখন ইবনি উমার [রাদি.] বলিলেন, নাবী [সাঃআঃ] হাজ্জের জন্য ইহ্রাম বেঁধেছেন, তাহাঁর সাথে আমরাও হাজ্জের জন্য ইহ্রাম বাঁধি। যখন আমরা মাক্কায় পৌঁছলাম তিনি বলিলেন, তোমাদের যার সঙ্গে কুরবানীর পশু নেই সে যেন তার হাজ্জের ইহ্রাম উমরার ইহ্রামে পরিণত করে। অবশ্য নাবী [সাঃআঃ]-এর সঙ্গে কুরবানীর পশু ছিল। অতঃপর আলী ইবনি আবু ত্বলিব [রাদি.] হাজ্জের উদ্দেশে ইয়ামান থেকে আসলেন। নাবী [সাঃআঃ] [তাঁকে] জিজ্ঞেস করিলেন, তুমি কিসের ইহ্রাম বেঁধেছ? কারণ আমাদের সাথে তোমার স্ত্রী পরিবার আছে। তিনি উত্তর দিলেন, নাবী [সাঃআঃ] যেটির ইহ্রাম বেঁধেছেন আমি সেটিরই ইহ্রাম বেঁধেছি। নাবী [সাঃআঃ] বলিলেন, তাহলে [এ অবস্থায়ই] থাক, কেননা আমাদের সঙ্গে কুরবানীর পশু আছে।
[বোখারী পর্ব ৬৪/৬১ হাঃ ৪৩৫৩-৪৩৫৪, মুসলিম পর্ব ১৫/২৭, হাঃ ১২৩১, ১২৩২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস